অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং / জাভা প্রোজেক্ট (Object Oriented Programming / Java Project for Kids)
এটা ফার্স্ট-সেকন্ড ইয়ারের উপযোগী অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সের প্রোজেক্ট, ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট অ্যাপ। ডোনারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে C: ড্রাইভে একটি টেক্সট ফাইলে ডেটা স্টোর করবে, সার্চ অপশনে ব্লাড গ্রুপ ইনপুট দিয়ে ডোনার খুঁজে বের করা যাবে। কোড লাইন-বাই-লাইন না বুঝিয়ে পুরোটা কপি করে দিয়েছি, সমস্যা হলে চিঠি ফেলতে পারেন। সোর্স ফাইল ডাউনলোড করুন এখান থেকে।
# তাড়াহুড়া করায় কিছু টেক্সট-বক্স নিউমেরিক ওনলি করা হয়নি।
# চাইলে রিমোট সার্ভারে ডেটা স্টোর করা যাবে।
সোর্স ফাইল ডাউনলোড করুন এখান থেকে।